কুমিল্লার দেবীদ্বারে লাইসেন্স ব্যাতীত দোকানে অকটেন ও পেট্রোল বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুর পৌনে ২টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়সাল উদ্দিন এ জরিমানা করেন।
জানাগেছে, পৌর সদরে অবস্থিত আর এস মটরস, বিসমিল্লাহ মটরস ও মোবারক ট্রেডাস নামের এই তিনটি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৩ মামলায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১)/(ঙ) ধারায় ওই জরিমানা করা হয়। এবং একইসাথে তিন প্রতিষ্ঠান থেকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন জানান, লাইসেন্স ব্যাতীত অকটেন ও পেট্রোল বিক্রি করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন মামলায় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।