প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৯:২৬

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ‘আতিক ট্রেডার্স এন্টারপ্রাইজ’ নামে একটি খুচরা সার বিক্রেতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দোকানটির মালিক হেমায়েত মোল্লা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। উপজেলা কৃষি অফিসের পূর্বের একটি তদন্ত চলমান থাকা অবস্থায় আবারও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে।
