রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদান করলেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস।
সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে পৌঁছালে তাকে পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
পরে তিনি পৌরসভার কনফারেন্স রুমে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি হন। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন ইউএনও সাথী দাস। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিক ভাবে তার দায়িত্বভার হস্তান্তর করেন।