প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:২৩

স্বামীর স্বীকৃতি ও অনাগত সন্তানের দাবি নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সিফা নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারী। বুধবার (২৯ অক্টোবর) সকালে পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। অনশনরত সিফা জানান, পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রসুলপুর গ্রামের দুলাল গাজীর ছেলে কবির গাজীর সঙ্গে। পরে শরীয়ত মোতাবেক বিবাহও সম্পন্ন হয় তাদের।
