প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:১৩

দিনাজপুরে স্ত্রী পরকীয়ার জেরে শ্যালকের হাতে দুলাভাই হত্যা হওয়ার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুরুতে বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করলেও প্রায় তিন মাসের অনুসন্ধান ও প্রমাণ বিশ্লেষণে এটি যে পরিকল্পিত হত্যা ছিল তা নিশ্চিত করে পিবিআই। এ ঘটনায় স্ত্রী, শ্বশুর, শ্বাশুড়ী ও শ্যালকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
