অবশেষে রাজধানীবাসীর স্বস্তি ফিরেছে—কারণ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চলাচল আবারও চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে পুনরায় চালু হয় এই সেবা।
ফার্মগেটের যেখানে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে আজ সকালে নতুন প্যাড স্থাপন ও নিরাপত্তা যাচাই শেষে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। এরপরই নিয়মিত সেবা শুরু হয় বলে জানায় ডিএমটিসিএল।
মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “জনসাধারণের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
গতকাল (রোববার) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবক নিহত হন। এরপর তাৎক্ষণিকভাবে পুরো লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়।
দীর্ঘ সময় বন্ধ থাকার পর সন্ধ্যায় আংশিক সেবা পুনরায় চালু হলেও আজ সকাল থেকেই সম্পূর্ণ রুটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।