
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:১৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ফোরলেন ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ছয় মাসে এখানে সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণ গেছে এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, পার্শ্বরাস্তার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় জায়গা অধিগ্রহণের প্রস্তাবনা মন্ত্রণালয় ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে শিগগিরই সমস্যা সমাধান হবে।