উত্তর জনপদের শস্য ও মৎস্যভাণ্ডারখ্যাত নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আত্রাই উপজেলাবাসীর ব্যানারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনের কাছাকাছি এলে বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্টেশনে জড়ো হন এবং অনেকেই রেললাইনে নেমে পড়েন। ফলে বাধ্য হয়ে ট্রেনটি থামাতে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আহসানগঞ্জ স্টেশন দিয়ে আত্রাই ছাড়াও রাজশাহীর বাগমারা, নাটোরের সিংড়া ও মাধনগর, এবং নওগাঁর রাণীনগর উপজেলার মানুষ যাতায়াত করেন। অথচ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী অধিকাংশ আন্তঃনগর ট্রেন এই স্টেশনে থামে না, শুধুমাত্র ‘দ্রুবতারা এক্সপ্রেস’ ও ‘নীলসাগর এক্সপ্রেস’ ছাড়া।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাশের সান্তাহার ও নাটোর স্টেশনের তুলনায় আহসানগঞ্জ স্টেশনের রাজস্ব আয় বেশি হলেও এটি অবহেলিত।
আত্রাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় জনপ্রতিনিধি আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, “এই স্টেশনটি আত্রাইবাসীর প্রাণ। এখানে আন্তঃনগর ট্রেনের স্টপেজ পুনঃনির্ধারণ ও স্টেশন সংস্কার এখন সময়ের দাবি।”