সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইনে'র সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. কামরুল হাসান, সরাইল থানা এস আই প্রবোধ, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতে আমির মো. এনাম খান, মাও. জুহিরুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামাল উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সিফাত বিন রহমান, সুক এর পরিচালক আব্দুল মমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক নিয়ম মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। তারা আরও বলেন,ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে।প্রায় তিনদশক আগে এই দিনে বান্দরবানে শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। সেই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।