প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৬:১১
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবৈধ অস্ত্র ও মাদকসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্লার নতুন বাড়ি থেকে ফয়েজ আহমেদ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।