প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২২:১২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক সময়ের ব্যস্ততম নৌপথ ‘মরা পদ্মা’ এখন পরিণত হয়েছে প্রায় জলহীন, কচুরিপানায় ঢাকা মৃত নদীতে। এক সময় যে নদীতে জাহাজ, পানসি ও ইঞ্জিনচালিত ট্রলার চলতো, সেখানে এখন নৌকা চালানোও কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের মতে, নদীর প্রবেশমুখে অপরিকল্পিতভাবে নির্মিত একটি ছোট ব্রিজই এই নদী মৃত্যুর মূল কারণ।