প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৯

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ও জিপিএ-৫ অর্জনের সংখ্যা দুটোই উল্লেখযোগ্যভাবে কমেছে। বোর্ডে এবার পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ, যেখানে গত বছর ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম শিক্ষার্থী পাস করেছে। এ বছর বরিশাল বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৫৯ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের হার তুলনামূলকভাবে বেশি। ছাত্রী ২২ হাজার ৪২৪ জন এবং ছাত্র ১৪ হাজার ৬৪২ জন পাস করেছে। বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী, যা গত বছরের ৪ হাজার ১৬৭ জনের তুলনায় অনেক কম।
