প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:১৩
জামালপুরের মেলান্দহে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসীদের হুমকি ও অবরোধের কারণে ‘গ্রীন বায়োটেকনোলজি’ নামের একটি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনসহ সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। স্থানীয় আওয়ামী লীগপন্থী এক প্রভাবশালী ব্যক্তির নির্দেশে তার সহযোগীরা সোমবার সকাল থেকে কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।