পটুয়াখালীর বাউফলে নৌ পুলিশের ধাওয়ায় তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পার হলেও এখনও সন্ধান মেলেনি রাসেল খান (৩৫) নামের এক যুবকের। নিখোঁজের পর থেকে নদীতে টহল ও ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া–ডালিমা নদী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাসেল খান ওই ইউনিয়নের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি স্থানীয় বড়ডালিমা ব্রিজ এলাকায় দর্জির দোকান পরিচালনা করতেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি পরিবার চালাতেন।
স্থানীয়রা জানান, সরকারি নিষেধাজ্ঞার সময় কম দামে ইলিশ মাছ কিনতে রাসেল তিন বন্ধুকে নিয়ে ট্রলারযোগে নদীতে যান। এসময় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের একটি স্পিডবোর্ড সেখানে টহল দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া শুরু হলে ভয় পেয়ে নদীতে ঝাঁপ দেন রাসেল, কিন্তু পরে আর উঠে আসেননি।