বরিশালের হিজলা উপজেলায় চলতি (২০২৫-২০২৬) অর্থ বছরে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ(চাল) বিতরণ করা হচ্ছে।
রবিবার(১২ অক্টোবর) সকাল ৯টা থেকে উপজেলা সদরের বড়জালিয়া ইউনিয়নের জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। চাল বিতরণের ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, মা ইলিশ আহরণে বিরত থাকা দুঃস্থ ও নিবন্ধিত জেলেদের মধ্যে বিনামূল্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে।
হিজলা উপজেলার ৬টি ইউনিয়নের হরিনাথপুরে ২৭২৫ জন, মেমানিয়া ইউনিয়নে ৩৩৮৪ জন, গুয়াবাড়িয়া ইউনিয়নে ২৮৪৮ জন, বড়জালিয়া ইউনিয়নে ৩৯৩৬ জন, হিজলা গৌরবদি ইউনিয়নে ৩৮৮২ জন ও ধুলখোলা ইউনিয়নে ১৯৭০ জন। মোট ১৮৭৪৫ জন নিবন্ধিত জেলেদের মধ্যে ৪৬৮.৬২৫ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে।
এ ব্যাপারে বড়জালিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম জানান, এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডকে তিনভাগে ভাগ করা হয়েছে। প্রথম দিনে তিনটি ওয়ার্ডের নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এভাবে বাকি ওয়ার্ডের চাল বিতরণ করা হবে। প্রতি জেলের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ হয়েছে। সরকারিভাবে ৫০ কেজি করে চালের বস্তা প্রস্তুত করা হয়েছে।
আমরা দুজন জেলের মাঝে ৫০ কেজির একটি চালের বস্তা বিতরণ করে থাকি। এক্ষেত্রে নিবন্ধিত জেলেকে অবশ্যই আসল জেলে কার্ড সাথে নিয়ে আসতে হবে। আসল জেলে কার্ড না দেখে চাল বিতরণ করা হয় না।