প্রকাশ: ৮ অক্টোবর ২০২৫, ১৭:৫
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। তারা বলেন, সমাজে কন্যা শিশুদের প্রতি বৈষম্য দূর করতে সচেতনতা বাড়াতে হবে এবং তাদের মেধা বিকাশের সুযোগ দিতে হবে। কারণ, কন্যারাই আগামী দিনের নেতৃত্ব দিতে সক্ষম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন, কন্যা শিশু কোনোভাবেই সমাজের বোঝা নয়। বরং তারা জাতির উন্নয়নের অগ্রযাত্রায় পুরুষের সমান অংশীদার। তাই তাদের সঠিক শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি বন্ধ করতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একযোগে কাজ করতে হবে। কন্যা শিশুরা যদি শিক্ষিত হয়, তাহলে তারা নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং সমাজের কল্যাণে কাজ করতে পারবে।
সভায় শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও আহ্বান জানান, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখে। তিনি বলেন, “তোমাদের প্রতিজ্ঞা হবে এই—তোমরা কন্যা শিশু হিসেবে গর্বিত, তোমরা দেশের সম্পদ, তোমাদের মেধা ও সাহস দিয়ে একদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কন্যা শিশুদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহের সৃষ্টি করে।
এ সময় বক্তারা একবাক্যে বলেন, কন্যা শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের স্বপ্ন, সাহস ও প্রতিভাকে মূল্যায়ন করতে পারলেই একটি সমৃদ্ধ ও সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব হবে।