দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তাদের এই কর্মবিরতির ফলে মা-শিশুর টিকাদান কার্যক্রম বন্ধ
থাকায় সেবাগ্রহীতারা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।
মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকর্মীদের নিয়োগবিধি সংশোধন, স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান নিশ্চিত করার দাবি আদায়ে এই আন্দোলন চলছে।
বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন শ্রীমঙ্গলের সভাপতি দুলন চন্দ্র দেব, সম্পাদক মোঃ সোহেল আহমদ, স্বাস্থ্য সহকারী আতাউর রহমানসহ সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।
স্বাস্থ্য সহকারীরা জানান, আমরা বহু বছর ধরে বৈষম্যের শিকার। বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো বাস্তব অগ্রগতি নেই। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। দাবি পূরণ হলে মাঠপর্যায়ের সেবাদান আরও কার্যকর হবে এবং সাধারণ জনগণের স্বাস্থ্যের মান উন্নত হবে। তারা সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, উপজেলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে শিশুদের ইপিআই এবং টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইনসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে মা ও শিশুদের টিকাদান কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে এবং সেবাগ্রহীতারা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া আসন্ন টাইফয়েড টিকাদান কার্যক্রমও এই কর্মবিরতির কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে।