সরাইল উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের ধীরগতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। নতুন ভবনের কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় শিক্ষার্থীদের অল্প জায়গায় গাদাগাদি করে পড়াশোনা করতে হচ্ছে।
উপজেলা এলজিইডি ও প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প এবং পিইডিপি-৪ এর আওতায় উপজেলায় ৫৮টি ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মাত্র ৩৯টি ভবনের কাজ শেষ হলেও বাকিগুলোর নির্মাণ কার্যক্রম সর্বনিম্ন ২৫% থেকে সর্বোচ্চ ৯৫% পর্যায়ে রয়েছে।
বড্ডাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ অসমাপ্ত থাকায় শিক্ষার্থীরা পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে পাঠ নিচ্ছে। প্রধান শিক্ষক সুমিত্রা রানী তলাপাত্র বলেন, “নতুন ভবন না পাওয়ায় আমরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়াচ্ছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন।”
ঠিকাদাররা বর্ষাকে কাজে ধীরগতির কারণ হিসেবে উল্লেখ করলেও অভিভাবকরা বলছেন, কাজের গাফিলতি ও অনিয়মের কারণেই নির্মাণে বিলম্ব হচ্ছে।
উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, “কিছু ভবন ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে, বাকিগুলো দ্রুত শেষ করা হবে।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, “প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন দ্রুত শেষ করার ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।”