প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২২

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে পলাশ কুমার মহন্ত (৪০) নামে এক চা দোকানীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় পাঁচবিবি স্টেশনের উত্তর পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ স্থানীয় পৌরসভার তুরিপাড়ার মৃত নীলমনি মহন্তের ছেলে এবং স্টেশনের রোডে চা স্টল পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন চলাকালীন পলাশ রেল লাইনের ওপর ঘোরাফেরা করছিলেন। এসময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন, ফলে তার শরীরের বিভিন্ন অংশ খন্ডবিখন্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, পলাশ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। স্টেশন সংলগ্ন রেল লাইনের ওপর ঘোরাফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, পলাশ প্রতিদিন স্টেশনের রোডে চা স্টল বসাতেন এবং সকালে ট্রেন চলাচলের সময় লাইনের উপর দাঁড়িয়ে ছিলেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত এবং হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ এবং স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনার বিষয়টি তদন্ত শুরু করেছেন। পুলিশ বলেছে, রেল লাইনের উপর ব্যক্তির উপস্থিতি এবং মানসিক অবস্থার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পলাশ কুমারের মৃত্যুর সংবাদে স্থানীয় মানুষদের মধ্যে শোক ও হতাশা দেখা দিয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, তিনি শান্তিপ্রিয় ও পরিশ্রমী ছিলেন এবং স্থানীয় বাজারে পরিচিত মুখ ছিলেন।
এ ধরনের দুর্ঘটনা পুনরায় না ঘটতে রেলওয়ে থানার পক্ষ থেকে লাইনের নিরাপত্তা বাড়ানোর এবং সতর্কবার্তা প্রদানের আহ্বান জানানো হয়েছে। তারা মনে করিয়ে দিয়েছেন, রেললাইনের পাশ দিয়ে চলাচল করতে গেলে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন।
পলাশ কুমারের পরিবার বর্তমানে শোকাহত। স্থানীয় প্রশাসন এবং পুলিশ তাদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। আগামী কয়েকদিনে দুর্ঘটনার পূর্ণ তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে এবং ঘটনার সঠিক কারণ নির্ধারণ করা হবে।