প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অবৈধ চায়না জাল বিরোধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুহিন হোসেন।
অভিযানটি পরিচালিত হয় নগদাশিমলা ইউনিয়নের কইচাবিল ও পোড়াবাড়ি এলাকায়। এলাকায় প্লাবনভূমিতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ ধরার অভিযোগের ভিত্তিতে প্রশাসন এ উদ্যোগ নেয়।
অভিযানে প্রায় ৫০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে আগুন দিয়ে এসব জাল পুড়িয়ে ধ্বংস করে উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, গোপালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে অবৈধ চায়না জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা বলেন, এসব জাল জলাশয়ের প্রজনন মৌসুমে মাছ ধ্বংস করে দেয়, যা মাছের উৎপাদন কমিয়ে দেয়।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের অভিযান জেলেদের সঠিক পদ্ধতিতে মাছ ধরতে উৎসাহিত করবে এবং প্রাকৃতিক জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।
স্থানীয় মৎস্যজীবীরা বলেন, অবৈধ চায়না জাল সরিয়ে দিলে মাছের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা পাবে। একইসঙ্গে দীর্ঘমেয়াদে মৎস্য খাতে অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক হবে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শুধু অভিযান পরিচালনা নয় বরং জেলেদের সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে। সচেতনতা ও আইন প্রয়োগের সমন্বয়েই এ সমস্যা সমাধান করা সম্ভব।