প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬
কুমিল্লার দেবীদ্বারে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে পৌর এলাকার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল। ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দল এগিয়ে যায়। এর মধ্যেই মাঠে উত্তেজনা দেখা দেয়।
স্থানীয়রা জানায়, একটি শট বাকী থাকতে হঠাৎ উত্তেজিত ছাত্ররা সাইচাপাড়া বিদ্যালয়ের গোলকিপার তানভিরের ওপর হামলা করে। এতে খেলা পণ্ড হয়ে যায়। পরে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা মাঠের বাইরে গেলে তাদের ওপর পুনরায় হামলা চালানো হয়।
হামলাকারীরা সাইকেলের চেইন, বেল্ট ও হাতুড়ি দিয়ে খেলোয়াড়দের ওপর আঘাত করে। এতে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের অন্তত ১০ থেকে ১২ জন খেলোয়াড় আহত হন। পরে তারা সিএনজি ও অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে নিউমার্কেট এলাকায়ও মারধরের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
আহতদের মধ্যে রয়েছে খেলোয়াড় আবদুল মান্নান, সাকিব, রাকিব, রিফাত, সাব্বির, সাজ্জাত, মাহিম ও নাইমূর। আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিরাপত্তার কারণে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ বলেন, শান্তিপূর্ণভাবে খেলা চলার সময় হঠাৎ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। প্রতিবছর নিজেদের মাঠে এমন ঘটনা ঘটে এবং এবারও পুলিশ পাহারায় শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফিরতে হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার বলেন, ঘটনার সময় তিনি মাঠে ছিলেন না। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর বলেন, ঘটনার পরপরই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং হামলার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।