রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারে দিনের বেলায় তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতাল ক্যাম্পাসজুড়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফার্মাসিস্ট মো. ওয়ালিউল্লাহ জানান, সকাল সাড়ে ৯টার দিকে তিনি কক্ষ তালাবদ্ধ করে হাসপাতালে যান। প্রায় এক ঘণ্টা পর হৈচৈ শুনে কোয়ার্টারে ফিরে এসে জানতে পারেন, তার কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে সব তছনছ করেছে দুই যুবক। চোরেরা তার একটি মোবাইল ফোন ও ৫ হাজার টাকার প্রাইজবন্ড নিয়ে যায়।
এসময় একই ভবনের অন্য কর্মচারী অমিত হাসানের কক্ষের তালা ভাঙার চেষ্টা করে চোরেরা। তবে পাশের কোয়ার্টারের এক নারী তাদের দেখে চিৎকার দিলে তারা পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. শিহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
হাসপাতালের কর্মচারীরা বলেন, মাঝেমধ্যেই কোয়ার্টার এলাকায় চুরির ঘটনা ঘটে। অথচ নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়নি। তারা আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
এই ঘটনায় হাসপাতাল ক্যাম্পাসের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়রা দ্রুত চোরদের গ্রেফতার ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।