বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, নোয়াখালীর পশ্চিমাঞ্চল চরমটুয়া ইউনিয়ন লক্ষীপুর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই এলাকাই অহরহর চুরি ডাকাতির ঘটনা ঘটছে। রাত হলে মানুষকে আতঙ্কে থাকতে হয়। এলাকায় চুরি ডাকাতি অহরহর ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে তেমন নজর নেই। তারা অবিলম্বে এই চরমটুয়া এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবী জানান।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, যেকোনো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এর পরেও টহল পুলিশ আরো জোরদার করা হবে