আগামী জাতীয় নির্বাচনে দলের হাত কে শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের হাকিমপুর পৌর শাখার ৯নং ওয়ার্ডে কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে হাকিমপুর পৌর শহরের ৯ নং ওয়ার্ড ছাতনী চারমাথা মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি অধ্যাপক এরফান আলী, শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হয়রত আরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, হাকিমপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম, পৌর শ্রমিক দলের সভাপতি ওমর মল্লিক, সাধারণ সম্পাদক সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসমান আলী বাবু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন লিটনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে দক্ষ ও নিবেদিত প্রাণ নেতৃত্ব গড়ে তোলা জরুরি। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিটি নেতাকর্মীকে জনগণের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সিদ্ধান্তক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মো জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হাফিজুল ইসলাম দায়িত্ব পান।