প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। এবার নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরির দায়ে মো. মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে চুরি যাওয়া জেনারেটর উদ্ধার করা হয়।