প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই উত্তর পাড়ায় খালের ওপর নির্মিত একটি সেতু দীর্ঘ দিন ধরে অচল অবস্থায় রয়েছে, কারণ এটি সংযোগ সড়কের সাথে যুক্ত নয়। যথাযথ স্থানে সেতুটি নির্মাণ না হওয়ায় ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে প্রকল্প কার্যকর হয়নি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উর রহমান জাহিদের বাড়ির সামনে সেতুটি নির্মাণ করা হয়েছে, যা শুধুমাত্র পাঁচ-ছয়টি পরিবারের জন্য ব্যবহারযোগ্য।
প্রায় তিন কোটি টাকার ব্যয়ে নির্মিত সেতুটি কার্যত ব্যবহারযোগ্য নয়। এলাকাবাসী জানান, আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ জরাজীর্ণ পুরনো ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল করছেন। তবে নতুন সেতু নির্মাণে সরকারি অর্থের অপচয় হয়েছে এবং এটি ব্যক্তিস্বার্থে সীমাবদ্ধ রয়েছে।
রায়গঞ্জ উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে ৩০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল তিন কোটি ২০ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান পিসিএ এস জেভী ২০২১ সালে কাজ শুরু করে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সমাপ্তির কথা থাকলেও এখন কাজের মাত্র ৮০ শতাংশ শেষ হয়েছে। সংযোগ সড়ক না থাকায় সেতুটি কার্যত অচল।
স্থানীয়রা দাবি করছেন, মূল সড়কের সাথে যুক্ত করে সেতু নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হতো। এখন এটি কেবল একটি পরিবারের রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে। বেংনাই গ্রামের আয়নাল শেখ, বয়াত আলী ও মুনছুর আলী বলেন, সরকারি অর্থের অপচয় এভাবে করা উচিত নয় এবং প্রকৃত স্থানে সেতু নির্মাণ করা হোক।
রায়গঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে সংযোগ সড়ক তৈরি করা সম্ভব হয়নি। এলাকাবাসী জমি দিলে সেতুটি সচল করা সম্ভব হবে। তিনি বলেন, সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে সেতু এলাকার জনগণের উপকারে আসবে।
ঠিকাদার আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। এলজিইডি সূত্রে আশা প্রকাশ করা হয়েছে, দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেতুটি সচল করা সম্ভব হবে।
স্থানীয়রা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, সরকারি অর্থের অপচয় রোধ করতে প্রকৃত স্থানে সেতু নির্মাণ এবং সংযোগ সড়ক তৈরি করে হাজারো মানুষের সুবিধা নিশ্চিত করা হোক।