প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩
পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত সাবেক যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি শনিবার (১৩ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক মনিরুজ্জামান মনি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসায় জামায়াতে ইসলামের এক প্রতিনিধি সম্মেলনে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে ইস্রাফিল হাওলাদার আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে গত ৯ মে স্বেচ্ছাসেবক দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
একই সঙ্গে জাতীয় পার্টি (কাজী জাফর) নাজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক আল আমিন খানও জামায়াতে ইসলামে যোগদান করেছেন। তাছাড়া বিএনপি ও জাতীয় পার্টির প্রায় ৫০ জন নেতা-কর্মীও আনুষ্ঠানিকভাবে এই দলটির সদস্য হয়েছে বলে জানানো হয়েছে।
ইস্রাফিল হাওলাদার সংবাদ মাধ্যমে বলেছেন, ছোট থেকেই তিনি বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের জন্য জেলও ভোগ করেছেন। তিনি বলেন, বিএনপির চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধের চেষ্টা করতে গিয়ে নিজেই চক্রান্তের শিকার হয়েছেন। তাই স্থানীয় দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির কিছু অনিয়ম এবং গ্রুপিংয়ের প্রতিবাদ করায় ইস্রাফিল নির্মমতার শিকার হন। তিনি বুঝতে পেরেছিলেন যে জামায়াতে ইসলামীতে দূর্নীতি নেই এবং সেই কারণে তিনি দলটিতে যোগদান করেছেন।
স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক মনিরুজ্জামান মনি জানান, নাজিরপুর উপজেলা যুগ্ম আহবায়ক হিসেবে থাকা অবস্থায় ইস্রাফিলকে শৃঙ্খলা ভঙ্গ ও নানা অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। জেলা থেকে একটি টিম সরেজমিনে যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানের খবর নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা হয়েছে। ইস্রাফিল ফেইসবুক পোস্টে উল্লেখ করেছেন, স্থানীয় বিএনপির রাজনীতি গ্রুপিং ও চাঁদাবাজিতে উত্সাহিত হয়ে অনেক নেতা-কর্মী অন্যায়ের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি এসব অনিয়মের প্রতিবাদ করায় নিজেই দল থেকে বহিষ্কৃত হন।
তিনি আরও বলেন, জুয়া ও লটারির অনিয়ম প্রতিরোধের কারণে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও জেলা বিএনপির একটি অংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এসব কারণে তিনি সজ্ঞানে এবং দূর্নীতিমুক্ত দলের সদস্য হিসেবে জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন।