প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ। মাছটি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে ওঠে, যেখানে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান এটি কিনে নেন। নিলামের সময় মাছটি দেখতে আসা সাধারণ মানুষও ভিড় করেন এবং উৎসাহ প্রকাশ করেন।
জেলে জীবন হালদার জানান, প্রতিদিনের মতো তিনি মধ্যরাতে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পদ্মা নদীর উজানে চর কর্ণেশন এলাকায় মাছ ধরতে যান। ভোররাতে জাল তুলতে গিয়ে বড় ঢাই মাছ ধরা পড়ে। পরে সকালেই মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে আনা হয় এবং উন্মুক্ত নিলামে মাছটি ক্রেতাদের সামনে উত্থাপন করা হয়।
সম্রাট শাহজাহান মাছটি প্রতি কেজি ৪৬০০ টাকায় ক্রয় করেন এবং সর্বমোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় কিনে আড়তঘরে নিয়ে আসেন। তিনি জানান, মাছটি বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ধরনের বড় ঢাই মাছ জীবনে তিনি আগে কখনও দেখেননি এবং এটি কিনতে পেরে আনন্দিত।
দৌলতদিয়া ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, পদ্মার এই ধরনের বড় মাছ নিলামে উঠলে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লেগে যায়। দাম যতই বেশি হোক, সবাই মাছটি কেনার চেষ্টা করেন। ঢাই মাছ সুস্বাদু হওয়ায় এ ধরনের মাছ ক্রেতাদের মধ্যে জনপ্রিয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, ঢাই মাছ বর্তমানে খুবই কম দেখা যায় এবং বিলুপ্তির পথে রয়েছে। পদ্মার এ ধরনের মাছ আকারে বড় হওয়ায় দামও তুলনামূলক বেশি। বড় ব্যবসায়ী ও প্রবাসীদের মধ্যে এ মাছের চাহিদা অনেক।
মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, পদ্মার ঢাই মাছের সংরক্ষণ জরুরি, কারণ প্রজাতিটি বিলুপ্তির পথে। এ ধরনের মাছ ধরা হলে বাজারে দাম বেশি হয় এবং এর স্বাদও অনন্য।
স্থানীয়রা আশা প্রকাশ করছেন, পদ্মার প্রাকৃতিক জলাশয়ে ঢাই মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতেও এ ধরনের মাছ ধরে স্থানীয় ও দেশীয় বাজারের চাহিদা মেটানো যায়।