নওগাঁর আত্রাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে শাওন (১৬) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনা বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল কুশাতলা এলাকায় ঘটে।
নিহত শাওন মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের যসপাড়া গ্রামের মো. রহিদুলের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শাওন মোটরসাইকেল চালিয়ে আত্রাইয়ে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। কুশাতলা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে একটি ভটভটির সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার সঙ্গে যুক্ত ভটভটিটি জব্দ করেছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা শোকাহত ও আতঙ্কিত। তারা পুলিশের কাছে নিরাপদ সড়ক ব্যবস্থা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রশাসনও জানিয়েছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনগণকে সচেতন করার পদক্ষেপ গ্রহণ করা হবে।