প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:৩৬
নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া বাজার থেকে ইব্রাহিম নগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ দেওয়ান মহসিন আলী সড়ক নির্মাণ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ধসে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কের দুই-তিনটি জায়গা ধসে গেছে। ঐতিহ্যবাহী উঁচাগর ঈদগাহ মাঠের পূর্ব পাশে বড় পুকুরের ধার ঘেঁষে সড়কটি হওয়ায় সাইডে মাটি না দেওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই মাটি ধসে রাস্তা ভেঙে যাচ্ছে। ফলে যেকোনো সময় পুরো সড়কটি অচল হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।