খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, টিন, সেলাই মেশিন এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম।
বিজিবি জানায়, এ কার্যক্রমে ৯ জন অসহায় পরিবারকে ৩১ হাজার টাকা নগদ অর্থ, ১৪ জনকে ১৯ বান টিন, ৫ জনকে ৫টি সেলাই মেশিন এবং স্থানীয় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ার, টেবিল ও হোয়াইট বোর্ড প্রদান করা হয়। সব মিলিয়ে আর্থিক সহায়তা ও বিতরণকৃত সামগ্রীর মোট মূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা।