প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১:২
টাঙ্গাইল জেলার গোপালপুর থানার জাহাঙ্গীর মন্ডল (৪৫) হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল। গত ২৬ আগস্ট বিকালে ঢাকা মহানগরীর খিলক্ষেত থানাধীন পূর্বাচল ৩০০ ফিট রোডের প্রথম যাত্রী ছাউনীর নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহারসূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর মন্ডল স্থানীয় এলাকায় মাদক বিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতেন। এ কারণে এজাহারনামীয় আসামিরা দীর্ঘদিন ধরে তার প্রতি ক্ষুব্ধ ছিল এবং প্রতিশোধের সুযোগ খুঁজছিল।
গত ১ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সোনাইমুড়ি বাজার থেকে সিএনজি যোগে ভূয়াপুর যাওয়ার পথে শাখারিয়া এলাকায় পূর্বপরিকল্পিতভাবে উৎপেতে থাকা আসামিরা তার গাড়ির গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর মন্ডলকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গোপালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হয় ৩ জুলাই, যার মামলা নম্বর ০২ এবং ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড।
মামলা দায়েরের পর থেকেই র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারে তৎপরতা চালায়। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামীদের অবস্থান শনাক্ত করে সদর কোম্পানি র্যাব-১ উত্তরা ঢাকার সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সুজা মন্ডল (৩৫) ও জামাল মন্ডল (৩০) নামের দুই আসামীকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন পলাতক ছিলেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালপুর থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ মামলার সাথে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।