প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৯:২৭
কুমিল্লার দেবীদ্বারে প্রায় এক কোটি টাকা ব্যায়ে সংস্কার করা সড়কের একটি অংশ বছর পার না হতেই দেবে যাওয়ায় ১২ গ্রামের মানুষের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কালিকাপুর-শালঘর সড়কের সংযোগ সৈয়দপুর বাজার-পৈরাংকুল আব্দু মার্কেট সড়কের পৈরাংকুল গ্রামের অংশে হঠাৎ সড়ক দেবে যায়। এতে বড়শালঘর, ইউছুফপুর, সুবিল ও ফতেহাবাদ ইউনিয়নের অন্তত ১২টি গ্রামের মানুষ চলাচলে সমস্যায় পড়েন।
স্থানীয়রা জানান, মাত্র এক বছর আগে সড়কটির সংস্কার কাজ শেষ হয়েছে। হঠাৎ দেবে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকার মানুষকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। সড়কের পাশে থাকা মাছের প্রজেক্টের কারণে ঠিকমত রিটার্নিং ওয়াল না থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে।
ঠিকাদার মাহফুজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহফুজুর রহমান সরকার জানান, সড়ক মেরামতের সময় কোনো ত্রুটি ছিল না। সড়কের এক পাশে খাল এবং অন্য পাশে মৎস খামারের পুকুর থাকায় পানির চাপে অথবা নিচের অংশে লিকেজের কারণে সড়ক দেবে যায়। তিনি জানান, খুব দ্রুত ক্ষতিগ্রস্থ অংশ মেরামত করে পুনরায় চলাচলের উপযোগী করা হবে।
উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, প্রায় এক বছর আগে আনুমানিক এক কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করা হয়। পুকুর ও খালের পারের কারণে সড়কের মাটি ছেয়ে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। প্রকৌশল বিভাগ ইতিমধ্যেই সড়কের ক্ষতিগ্রস্থ অংশ পরিদর্শন করেছে এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা আশা করেন, দ্রুত সংস্কারের মাধ্যমে তাদের চলাচলের অসুবিধা কমানো হবে। সড়কের এই ক্ষতি এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা এবং পণ্যবহনকে ব্যাপকভাবে প্রভাবিত করছে।
সড়ক সংস্কারের ঠিকাদার এবং উপজেলা প্রকৌশলীরা একসঙ্গে কাজ করে এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন। খুব শীঘ্রই সড়কটি সম্পূর্ণ মেরামত হয়ে স্বাভাবিক ব্যবহারের উপযোগী হবে।
আঞ্চলিক ব্যবসায়ী ও এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন সমস্যা আর না ঘটে।