স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাকিব গত ২১ আগস্ট দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন উজ্জল বোডিং এ উঠে। আজ সকাল ৮টার দিকে বোডিং এর সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে থাকা চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানান তার আগেই মৃত্যু হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘটনা শুনে থানা পুলিশ হাসপাতালে গিয়ে জানতে পারে তিনি স্ট্রোক করে মারা গেছেন। পরে পরিবারের লোকজন হাসপাতালে আসলে তার মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।