প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:২৫
নওগাঁয় এক সপ্তম শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণের মামলায় আসামী আ: সালামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন।
আসামী আ: সালাম নওগাঁ সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তাকে আদালতে উপস্থিত থাকতে দেখা যায়। আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেছেন, যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ঘটনার পেছনের কাহিনীটি অত্যন্ত মর্মস্পর্শী। ধর্ষিত শিক্ষার্থীর পরিবার পত্নীতলা উপজেলায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। আসামী আ: সালাম ভাঙ্গারী ব্যবসার সুবাদে একই এলাকায় পাশাপাশি একটি বাড়িতে থাকতেন।
মামলার রেকর্ড ও সাক্ষ্যপ্রমাণ থেকে জানা যায়, মাদ্রাসায় যাওয়া-আসার পথে আ: সালাম বিভিন্ন সময় ওই কন্যাশিশুটিকে অশোভন প্রস্তাব দিত এবং রাস্তায় হয়রানি করত। যখনই বিষয়টি নিয়ে আলোচনা হতো, তখনই সে পরিবারটিকে গালিগালাজ ও ভয়ভীতির মাধ্যমে চাপ দেওয়ার চেষ্টা করত।
২০২২ সালের ১১ জুলাই বিকেল তিনটার দিকে এক ভয়াবহ পরিণতি ঘটে। আ: সালাম একটি বাজার এলাকা থেকে শিক্ষার্থীটিকে জোরপূর্বক অপহরণ করে। তাকে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের একটি ভাড়া বাড়িতে আটক রাখা হয়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।
ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা বিষয়টি বুঝতে পেরে পত্নীতলা থানায় অভিযোগ দায়ের করেন। দ্রুততম সময় র্যাব-সদস্যরা তদন্ত শুরু করে