প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৬:৩৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
শনিবার ভোরে কালিকাপুর নূর পাম্প সংলগ্ন আরআর স্পিনিং এন্ড কটন মিলের সামনে মরদেহটি দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরের দিকে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহত নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুতগামী যানবাহনের চালকদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। এছাড়া নিহত নারীর পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কের পাশের এলাকা আলোকিত করার পাশাপাশি পর্যাপ্ত সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। পরিচয় উদঘাটন এবং প্রকৃত কারণ খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও সহযোগিতা করছে।