নোয়াখালীর হাতিয়ায় চোর সন্দেহে এক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মীকে মারধরের পর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. লোকমান হোসেন (৩৫)। তিনি শেরপুর জেলার চকপাড়ার সোনারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকায়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজ (৩৫) কে আটক করেছে। তিনি জাহাজমারা ইউনিয়নের চরহেয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লোকমান ও তার সহকর্মী মোস্তাফিজুর রহমান (২৮) বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষে অবশিষ্ট স্ক্র্যাপ একটি ভাঙারি দোকানে বিক্রি করেন। পরে তারা ওজন নিশ্চিত করতে আবার দোকানে গেলে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ কয়েকজন তাদের চোর সন্দেহে আটক করে। একপর্যায়ে দুইজনকে বেঁধে গালাগাল ও মারধর করা হয়।
এ সময় লোকমানের শরীরে লোহার রেঞ্জ দিয়ে আঘাত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে বাঁধন খুলে দেয়। তখনই লোকমান অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
হাতিয়া থানার ওসি একে এম আজমল হুদা বলেন, “নিহতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। কেবল পিঠে হালকা একটি দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভয়ে বা মবের আতঙ্কে হার্টফেল করে তার মৃত্যু হতে পারে।”
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।