প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২০:১৯
নোয়াখালীর ছাতারপাইয়া বাজারের খালগুলোতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ছাতারপাইয়া-মানিক মুড়া খাল, ছাতারপাইয়া-কাশিপুর খাল, ছাতারপাইয়া-কানকিরহাট এবং ছাতারপাইয়া-বসন্তপুর খাল দখল করে গড়ে তোলা দোকানপাটসহ সব অবৈধ স্থাপনা সরানো হয়েছে।