প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:২৯
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।