প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৭:৮
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিসি-৩। শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে ইয়াসিন হোসেন (২৫) নামে ওই যুবককে আটক করা হয়। আটক ইয়াসিন সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মৃত ইউসুফের ছেলে। এসময় তার কাছ থেকে নগদ ১ লক্ষ ১২ হাজার ৪শ টাকা, ভুয়া আইডি কার্ড এবং জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়।