প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২১:২
হবিগঞ্জের বানিয়াচংয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযুক্ত পাপন চন্দ্র গোপ (২২) ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
রোববার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে শত শত মানুষ অংশ নেন। স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এসময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রতিবাদকারীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
প্রতিবাদকারীরা জানান, মহানবী (সাঃ)-এর সম্মান ও মর্যাদা রক্ষায় তারা কোন আপস করবেন না। প্রয়োজনে সব ধরনের আইনি ও সামাজিক পদক্ষেপ নেওয়া হবে। তারা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এমন নিন্দনীয় ঘটনা আর না ঘটে।
সমাবেশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন স্থানীয় সমাজসেবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। সকলে ঐক্যবদ্ধভাবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় রয়েছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার প্রসার রোধে নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয়দের মতে, এই ধরনের অপরাধ সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।
বর্তমানে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। আগামী দিনগুলোতে প্রশাসনের পদক্ষেপ ও আন্দোলনকারীদের কার্যক্রম সবার নজরে থাকবে।