প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:৫১
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের একমাত্র প্রধান রাস্তার অবস্থা দিন দিন নাজুক থেকে আরও খারাপ হচ্ছে। রাস্তার পাশে চেয়ারম্যান মিছবাহ উদ্দীন ভূইয়ার নিজ বাড়ির নোংরা পানি সরাসরি রাস্তায় প্রবাহিত হওয়ার কারণে কাদা আর দুর্গন্ধে দুর্ভোগ বেড়েই চলছে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন কৃপালনগর, ডেমিকান্দী, ফখরাবাদ, সরকার বাড়ি ও মাজি হাটি সহ আশপাশের অন্তত চার থেকে পাঁচটি গ্রামের মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন যাবত কোনো সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হয় এবং পানির নিষ্কাশনের অভাবের কারণে জল জমে থাকে দীর্ঘদিন।
স্থানীয়রা অভিযোগ করেন, চেয়ারম্যান নিজেই রাস্তার অবস্থা আরও খারাপ করছেন। কারণ তাঁর বাড়ি থেকে নোংরা পানি এবং গরুর বর্জ্য রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা কাদার সঙ্গে মিশে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ বাড়াচ্ছে। রাস্তাটি কাদা আর নোংরা পানি নিয়ে ভরা হওয়ায় পায়ে হেঁটে চলা মানুষদের জন্য বিপদ সৃষ্টি হচ্ছে। যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।
অন্যদিকে, ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুর রব জানিয়েছেন, রাস্তার কিছু অংশ সংস্কার করা হয়েছে, বাকি অংশের জন্য জেলা পরিষদে আবেদন করা হয়েছে। তবে সরকার পরিবর্তনের কারণে কাজ থমকে গেছে। তিনি আশ্বাস দিয়েছেন, বাজেট আসলে বাকিটুকু সংস্কার করা হবে।
এ প্রসঙ্গে চেয়ারম্যান মিছবাহ উদ্দীন ভূইয়া বলেন, এই বছরে প্রায় এক থেকে দুই লক্ষ টাকার কাজ হয়েছে এবং ৪নং ওয়ার্ড মেম্বারের মাধ্যমে কাজ সম্পন্ন হয়েছে। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আরও তদারকি ও বাজেটের প্রয়োজন রয়েছে।
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, যিনি নিজেই রাস্তার অবস্থা খারাপ করার জন্য দায়ী, তিনি কি সত্যিই এলাকার উন্নয়নের দাবিদার নাকি অবহেলার জন্য দায়ী? মানুষ আশা করছে, প্রশাসন দ্রুত এই অবস্থা সংশোধন করবে যাতে তাদের যাতায়াত ও জীবনযাত্রায় স্বাভাবিকতা ফিরে আসে।
আবারো নজরদারির অভাবে অবহেলা ও দূষণ বৃদ্ধি পাওয়ায় এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুত পদক্ষেপের মাধ্যমে কাদা আর দুর্গন্ধ মুক্ত রাস্তা নির্মাণ এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা এখন সময়ের দাবি।
প্রশাসনের প্রতি স্থানীয় জনগণ অনুরোধ জানিয়েছেন, তাদের কষ্ট বুঝে নিরপেক্ষ ও ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে।