সারাদেশে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। সোমবার সকালে রাজধানীসহ জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে।
তরুণদের নেতৃত্ব, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, যুবশক্তিই দেশের অগ্রযাত্রার মূল চালিকা। অনুষ্ঠানে কর্মদক্ষতা প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুবদের সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরা হয়। বিশেষ সেশনগুলোতে আন্তর্জাতিক পর্যায়ের অতিথিরা তরুণদের বৈশ্বিক সুযোগ গ্রহণ ও প্রযুক্তি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য:
শফিউল আলম রাজীব, দেবীদ্বার ॥ " প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি " এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে যুব শোভাযাত্রা, শপথবাক্য পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু হানিফ, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক জিএস ও সংগঠক আব্দুল আউয়াল ভূঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন, যুব উন্নয়নের প্রশিক্ষণ ও ঋন গ্রহন করে সফল উদ্যোক্তা মিতা বেগম, আবুল কাশেম ও রমিজ উদ্দিন। এসময় শপথ বাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ। ১৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ঋনের থেকে বিতরন করা হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন সংগঠক এসময় উপস্থিত ছিলেন।