প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:৫৬
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় চাঁদাবাজির অভিযোগে ছয়জনকে সেনাবাহিনী আটক করেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনার সময় তারা একটি মালবাহী ট্রাক থেকে চাঁদা দাবি করছিলেন। অভিযোগে বলা হয়, চাঁদার জন্য চাপ দিলে ট্রাকচালক ও চালকের সহযোগী বাধা দেন, এরপর তাদের মারধর করা হয়। ঘটনার পর ট্রাকের মালিক বিষয়টি সেনাবাহিনীর নজরে আনেন। সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকদের হাতেনাতে ধরে রানীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃতদের মধ্যে রানীশংকৈল উপজেলা ছাত্রদলের ছয়জন রাজনীতিবিদ রয়েছেন। তাদের নাম জানা গেছে জাহিদ হাসান, আব্দুল সমাদ, মোঃ সাত্তার, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আলামিন এবং মোঃ রাশেদ আহমেদ। সবাই রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের তথ্য অনুযায়ী, তারা এলাকার ছাত্রদলের নেতৃস্থানীয় সদস্য হিসেবে পরিচিত।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহঃ আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ভোররাতে তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। তবে এখনও পর্যন্ত কেউ এই ঘটনায় মামলা করেননি। তিনি আরও জানান, আটককৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে।
স্থানীয় ট্রাকচালক এবং তার সহযোগীরা জানান, তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুষ্কৃতিরা তাদের ওপর হামলা চালায় এবং ধমক দেয়। এ কারণে তারা খুবই আতঙ্কিত। এ ধরনের ঘটনা এলাকায় শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মত প্রকাশ করেছেন অনেকেই।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে সামাজিক শান্তি বজায় রাখতে জনসাধারণের সহযোগিতাও জরুরি বলে তারা মনে করেন।
এ ঘটনায় স্থানীয় সমাজ ও প্রশাসন ক্ষোভ প্রকাশ করেছে। তারা আশা করছে, দ্রুত সময়ের মধ্যে অপরাধীরা শাস্তি পাবে এবং এলাকায় চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ হবে।