প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ১৯:২৩

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসা সেবা আধুনিকায়ন, স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া ও তিন দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আবারও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে শুরু হওয়া এই অবরোধে রাজধানী ঢাকার সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ছয় জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলে টানা আড়াই ঘণ্টা, বেলা ৩টার দিকে তা তুলে নেওয়া হয়।
