প্রকাশ: ১ আগস্ট ২০২৫, ২২:৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক চমৎকার প্রীতি ফুটবল ম্যাচ, যার মূল বার্তা ছিল 'মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি'। উপজেলার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে শুক্রবার বিকেলে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। সামাজিক সচেতনতা ও ক্রীড়ার সমন্বয়ে এমন আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিযোগিতামূলক এই ম্যাচে অংশ নেয় পাবনা নগরবাড়ী ফুটবল একাদশ এবং স্বাগতিক দৌলতদিয়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলায় নগরবাড়ী একাদশ ২-০ গোলে দৌলতদিয়াকে পরাজিত করে বিজয়ী হয়। মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যারা গর্জনে গর্জনে খেলা উপভোগ করেন।
খেলা শেষে একটি সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. সোহেল মোল্লা, মো. আলামিন মোল্লা, মো. রজব আলী, শাকিল সরদারসহ আরও অনেক সদস্য ও ক্রীড়ামোদী।
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা সুলতান মোল্লা বলেন, এই খেলাটি সৌদি আরব প্রবাসী ও সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসাইনের দিকনির্দেশনায় ও সহায়তায় আয়োজন করা হয়েছে। তিনি জানান, অচিরেই গোয়ালন্দ উপজেলা জুড়ে একটি বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
প্রীতি ম্যাচের বিশেষ আকর্ষণ ছিল গোলকিপার ইলিয়াসের দুর্দান্ত পারফরম্যান্স। তিনি একের পর এক আক্রমণ প্রতিহত করে ম্যাচসেরা নির্বাচিত হন। তার খেলায় মাঠে ব্যাপক উল্লাস দেখা যায়।
স্থানীয় ক্রীড়া অনুরাগীরা মনে করেন, এমন উদ্যোগ কিশোর-তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। তারা ফাউন্ডেশনের এমন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
ট্রফি প্রদানের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে। দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিয়ে উৎসাহিত করা হয় এবং উপস্থিত দর্শকরা ভবিষ্যতে আরও বড় আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।