প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:৫
মাদারীপুরের ডাসার উপজেলার তিনটি ইউনিয়নের কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও শতাধিক পরিবার ভয়াবহ জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বালিগ্রাম, কাজীবাঁকাই এবং ডাসার ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ডাসার ইউনিয়নের কাঠালতলা বাজার সংলগ্ন সরকারি খালের মুখে নির্মিত অবৈধ স্থাপনা। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি সৈয়দ বেলায়েত হোসেন ও আওয়ামী লীগ নেতা সৈয়দ শাহআলম দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাল দখল করে ভবন নির্মাণ করেছেন, যার ফলে পানি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।