প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:১৭
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে শ্রেণীকক্ষ দখল করে দীর্ঘদিন বসবাস করার অভিযোগ উঠেছে। এতে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করছেন অভিভাবক ও স্থানীয়রা।
জানা যায়, প্রধান শিক্ষক সরকারি নিয়ম অনুযায়ী বাসাভাড়া পাওয়ার পরেও বিদ্যালয়ের একটি কক্ষ নিজের বাসস্থান হিসেবে ব্যবহার করছেন। কক্ষটিতে রয়েছে ফ্রিজসহ অন্যান্য গৃহস্থালী জিনিসপত্র। এতে স্কুলের পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আশপাশের এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন, কিন্তু তিনি তা না করে বিদ্যালয়ের শ্রেণীকক্ষকেই বাসস্থান বানিয়ে নিয়েছেন। ফলে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষক ও ছাত্রদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।
স্থানীয় পর্যায়ে অভিযোগ গড়ালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হয়। সেখানে প্রধান শিক্ষক মিজানুর রহমান দাবি করেন, বিদ্যালয়ে নাইটগার্ড না থাকায় তিনি থেকে নিরাপত্তা নিশ্চিত করেন। যদিও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, শ্রেণীকক্ষ দখল করে বসবাস করার কোনো সরকারি নিয়ম নেই।
বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত ক্লাস নেন না এবং টিফিনের অর্থ নিয়ে অনিয়ম রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টায় বিদ্যালয়ে গিয়ে সাংবাদিকরা স্কুলটি বন্ধ অবস্থায় পান। এ বিষয়ে প্রধান শিক্ষক জানান, ছুটি দেওয়ার ক্ষমতা তার আছে।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস বলেন, কোন শিক্ষক শ্রেণীকক্ষে বসবাস করতে পারেন না। প্রধান শিক্ষক কীভাবে সেখানে থাকছেন তা খতিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ ঘটনায় অভিভাবক, শিক্ষক ও ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি এখন উপজেলা প্রশাসনের নজরেও এসেছে। সকলে প্রত্যাশা করছেন, দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।