প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:৫১
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সোমবার (২৮ জুলাই) অনন্য এক কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত মহাসড়কে দাঁড়িয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন। এতে অংশগ্রহণ করে সহস্রাধিক শিক্ষার্থী।