প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২০:২০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ অভিযান চালিয়ে ২০০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়ার পুড়াভিটার করিমের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশের একটি দল।
আটককৃতদের মধ্যে একজন হচ্ছেন গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ার বাসিন্দা সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা (৩৪) এবং অন্যজন ৭ নম্বর ওয়ার্ডের কাজী পাড়া গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে হায়দার মন্ডল (৪০)। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে এ অঞ্চলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করে পুলিশ সদস্যরা দুইজনকে ১০ গ্রাম হেরোইনসহ হাতে-নাতে ধরে ফেলে।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া এলাকাটি মাদকের জন্য কুখ্যাত হয়ে উঠছিল। তবে পুলিশের এই সাফল্য এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে। পুলিশের এমন অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে ওসি রাকিবুল ইসলাম বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গোপন তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, গোয়ালন্দকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা সচেষ্ট। জনগণের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের অপরাধ রোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের এই তৎপরতায় এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে একধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন পদক্ষেপে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।